মোঃ হালিম কাজী রাজশাহী
কম খরচ ও স্বল্প সময়ে অধিক লাভবান হওয়ায় নওগাঁর মান্দায় ক্রমেই বাড়ছে গাজরের চাষ। উচ্চমূল্যের এ সবজির বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় উপজেলার বিলকরল্যা গ্রামে গাজর চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। উৎপাদিত গাজর স্থানীয় চাহিদা মিটিয়ে পঞ্চগড়,চাঁপাইনবাবগঞ্জ নাটোরসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।
সরজমিনে দেখা যায় গাজর জমি থেকে তুলে ব্রাশ মেশিনের সাহায্যে তা ধুয়ে বাজারজাত করছেন কৃষকরা । জানা যায় গত দুই থেকে তিন বছর আগে এই ব্রাশ মেশিন ছিল না এতে করে তাদের কষ্ট করে গাজর পরিষ্কার করতে হতো এতে তাদের অনেকটা সময় ও লাগতো এখন ব্রাশ মেশিন আশায় তাদের কষ্ট ও সময় দুটোই কম হচ্ছে। একাক জন কৃষক সর্বনিম্ন ১৫ থেকে ২০ বিঘা জমিতে গাজর চাষ করেন গাজরের ফলন ও দাম ভালো হওয়ায় আরও বেশি গাজর চাষের পরিমাণ ও চাষির সংখ্যা বৃদ্ধি পাবে ।
এ ব্যাপারে মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান গাজর চাষে কৃষকদের সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে কিন্তু কিছু নতুন গাজর চাষি নতুন বীজ রোপন করায় গাজরে সমস্যা দেখা দিয়েছে তা সরজমিনে গিয়ে তদন্ত করে রিপোর্ট প্রদান করা হয়েছে এবং সকল বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।