স্বাধীন আলম হোসেন লালপুর নাটোর
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বিদিরপুর এলাকায় জমিসংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনায় ২ মহিলা সহ ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।আহতরা হলেন,একই এলাকার মৃত আব্দুল মজিদ এর ছেলে নওশের আলী,নাজিম উদ্দিনের স্ত্রী ভানু বেগম(৫৫) ও নাসির এর স্ত্রী রওশনারা বেগম(৫০)।
সোমবার(২৬শে ফেব্রুয়ারি-২৪)বেলা সাড়ে ১১টার লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল চত্বরে আহত নওশের আলী সংবাদ কর্মীদের জানান,গত ২৩শে ফেব্রুয়ারি দুপুর ২ টার দিকে আমাদের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আমার আপন ২ ভাবি ভানু ও রওশনারার সাথে আমার স্ত্রীর ঝগড়া বিবাদ হলে ঘটনা স্থলে আমি গিয়ে তাদের মানা নিষেধ করলে আমার ২ ভাইয়ের সহযোগিতায় ২ ভাবি আমাকে ও আমার স্ত্রী হেনা বেগমকে মারধর শুরু করে এবং আমার হাত কেটে দেয়।এ সময় আমার ডাক চিৎকারে স্থানীয় লোকজন জন উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আমি ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে ভর্তি ছিলাম।
তিনি আরও বলেন,ঐ দিনই আমার ঐ ২ ভাবি মিথ্যা নাটক সাজিয়ে শাক দিয়ে মাছ ঢাকতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যাওয়ার পরে আবারও হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা চালায়।তবে তাদের অবস্থা গুরুতর না হওয়ায় ডাক্তার তাদের ভর্তি না নিয়ে বাসায় চলে যাওয়ার পরামর্শ দেয়।পরে তারা কোন উপায় না দেখে লালপুর থানায় আমার ও আমার স্ত্রীর নামে একটি মিথ্যা লিখিত অভিযোগ দায়ের করে।
আমিও চিকিৎসা শেষে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিব বলেও জানান তিনি।
এ বিষয়ে ঐ ২ ভাবি ও ভাইগনরা সংবাদ কর্মীদের বলেন,জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে এই ঘটনাটি ঘটেছে।আমরা আইনের মাধ্যমে এর সমাধান চাই।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাছিম আহমেদ জানান,একটি অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।