মোঃহালিম কাজী রাজশাহী
রাজশাহীতে সানাবিল ফাউন্ডেশনের অর্থায়নে এবং স্বচ্ছলতা এসোসিয়েশনের বাস্তবায়নে দুটি মসজিদে পানির পাম্প উদ্বোধন করা হয়েছে ।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বেড়পাড়া জামে মসজিদ ও সোনাইকান্দী জামে মসজিদের সামনে দুইটি পানির পাম্প স্থাপন করা হয় । ফিতা কেটে পানির পাম্প দুটির শুভ উদ্বোধন করেন স্বচ্ছলতা এসোসিয়েশন নেতৃবৃন্দ। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
বরেন্দ্রভূমির যেসব এলাকায় ভূগর্ভস্থ পানি লেয়ার অত্যন্ত সংকটময় ও খরা মৌসুমে এলাকার জনগণ বিশুদ্ধ পানির অভাবে নানাবিধ সমস্যার সম্মুখীন হন তাদের জন্য সানাবিল ফাউন্ডেশনের এই পানির পাম্প প্রতিস্থাপন করা হয়েছে। এতে এলাকার পানি সংকট দূর হবে ও বিশুদ্ধ পানি পান করতে পারবে বলে মনে করছেন সচ্ছলতা ফাউন্ডেশনের সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সচ্ছলতা এসোসিয়েশনের সভাপতি ইহতেশামুল আলম, সাধারণ সম্পাদক সালমান ফার্সীসহ মসজিদ কমিটির সদস্যরা।