নিজস্ব প্রতিবেদক
রাজশাহী নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নাসরিন নিহত হয়েছেন। শনিবার সন্ধা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি নিয়ামতপুর উপজেলার চন্দন নগর হাইস্কুলের সহকারী শিক্ষিকা। তাঁর স্বামী শহিদুল ইসলাম মুকুল চন্দন নগর কলেজের লাইব্রেরিয়ান।
ছোট ছেলে সাদিক আব্দুল্যা (৭) কে সঙ্গে নিয়ে রাজশাহী মহানগরী হতে বড় মেয়ের সাথে সাক্ষাত শেষে বাড়ীর উদ্দেশ্য নিয়ামতপুর চন্দন নগর ছাতরা এলাকায় ফিরছিলেন। কেশরহাট রায়হান কোল্ড স্টোরেজ সামনে মোটরসাইকেলে ব্রেক কসলে ছিটকে রাস্তার ডান দিকে পড়ে যান। অজ্ঞাত দ্রুতগামী বাস চাপা দিলে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় শিক্ষিকা নাসরিনের।
মোহনপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত পৌঁছে ঘটনাস্থল ঘিরে রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ থানায় নেওয়া হচ্ছিল। মোহনপুর থানার ওসি হরিদাস মন্ডল জানান, ভিকটিমের পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।