মোঃ ফরহাদ হোসেন খলিলগাজীপুর টঙ্গী থানা প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশন ৪৭ নং ওয়ার্ডে ড্রেন পরিস্কারের কাজ চলছে তারই ধারাবাহিকতায় আজ টি এন্ড টি বাজারের ড্রেন পরিস্কার করা হয়।
শুরু হচ্ছে বর্ষাকাল। বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ হলেও গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন একালায় সহ আমার নির্বাচনী ৪৭নং ওর্য়াডে সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানির পরিবেশ তৈরি যায়।
এর ফলে এলাকার হাজার হাজার মানুষ মুখোমুখি হয় চরম দুরবস্থার। সব বয়সি মানুষকে এই পানি দিয়ে স্কুল, কলেজ অথবা তার কর্মক্ষেত্রে পৌঁছতে হয়।
এ ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য সংশ্লিষ্ট এলাকাবাসী সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।
তবে, নিদিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য মানুষকে সচেতন করতে হবে। এবং সংশ্লিষ্ট প্রতিনিয়ত ড্রেন পরিস্কার করে ড্রেনের পাইপগুলোকে সচল রাখে সে ব্যবস্থা করতে হবে। তাহলে এ সমস্যার কিছুটা সমাধান হবে বলে আশা করা যায়।
আসুন সবাই মিলে নিজ নিজের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখি৷ এভাবে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান গাজীপুর সিটি কর্পোরেশনের চার চারবারের নবন নির্বাচিত কাউন্সিলর৷ যাকে মানুষ মানবতার ফেরিওয়াল অসহায় অসহায় মানুষের বন্ধু মনে করে যিনি নগরের প্রত্যেকটি অলিগলি সহ সকল মানুষের পাশে থাকেন৷ জননেতা জনাব মোঃ হেলাল উদ্দিন কাউন্সিলর ৪৭ নং ওয়ার্ড ও সভাপতি গাজীপুর মহানগর কৃষক লীগ৷