হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল।

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃ ইলিয়াস মোল্লাগাজীপুর জেলা প্রতিনিধি

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আসছে আগামীকাল ১৯ শে ফেব্রুয়ারি ২০২৪ ইং রোজ সোমবার টঙ্গী পূর্ব থানাদিন মরকুন মাস্টার পাড়া এলাকায় প্রতিষ্ঠিত আপনাদের সুপরিচিত জামিয়া ফখরুল ইসলাম নূর মোহাম্মদ মাদ্রাসা ,মরকুন, মাস্টারপাড়া, টঙ্গী, গাজীপুর। এর উদ্যোগে হাফেজে কোরআনদের পাগড়ী প্রধান উপলক্ষে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।

মুহ্তারাম, আলহামদুলিল্লাহ আপনি/আপনারা জেনে খুশি হবেন যে জামিয়া ফখরুল ইসলাম নূর মোহাম্মদ (মাদ্রাসা)_এর হাফেজ ছাত্রদের পাগড়ী প্রধান উপলক্ষে আগামী ১৯ শে ফেব্রুয়ারি ২০২৪ ইং রোজ সোমবার বাদ আসর হইতে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন ও দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করবেন।

উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন:
আল্লামা মাসউদুল করিম কাসেমী দা. বা. মুহতামিম ও শাইখুল হাদিস, দারুল উলুম মাদ্রাসা টঙ্গী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা মোঃ শরিফুল ইসলাম শরীফ, চেয়ারম্যান, হেরার আলো ফাউন্ডেশন রংপুর।

প্রদান আকর্ষণ হিসেবে,আরো উপস্থিত থাকবেন:
মাওলানা মিরাজুল ইসলাম আফ্রিদি, সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন, মহানগর রংপুর ও পরিচালক, উদয়ন শিল্পগোষ্ঠী রংপুর জেলা শাখা।

প্রধান মেহমান হিসেবে আরো উপস্থিত থাকবেন:
আলহাজ্ব মুফতি শামসুউদ্দিন খন্দকার দা.বা.
খতিব, মরকুন কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর।

এবং প্রধান ওয়ায়েজ
মুফতি মোশাররফ হোসেন ফুলপুরী দা.বা. ইমাম ও খতিব, নূরে মদিনা জামে মসজিদ পআগআড়, টঙ্গী, গাজীপুর।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত থাকবেন যারা:
জনাব মোঃ হেলাল উদ্দিন, কাউন্সিলর, ৪৭ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন।
জনাব মোঃ সাদেক আলী, সাবেক কাউন্সিলর, ৪৭ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন।
জনাব মোঃ রজব আলী, সাবেক সাধারণ সম্পাদক টঙ্গী থানা আওয়ামী লীগ।
জনাব মোঃ জামির আলী খান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক।
জনাব মোঃ রবিউল খান, বিশিষ্ট শিল্পপতি ও প্রকৌশলী।

ধন্যবাদান্ত:
আলহাজ্ব আফতাব উদ্দিন মোতাওয়াল্লিবৃন্দ অত্র মাদ্রাসা।
আলহাজ্ব নুরুল ইসলাম মোতাওয়াল্লীবৃন্দ অত্র মাদ্রাসা।
আলহাজ্ব নূরে আলম মোতাওয়াল্লীবৃন্দ অত্র মাদ্রাসা

মাহফিল পরিচালনা করবেন:

মুফতি ফরিদ উদ্দিন মাহমুদী
ইমাম ও খতিব, সাইয়েদুল নূর জামে মসজিদ টঙ্গী।
ও মুফতি আবুল কালাম ইমাম ও খতিব, শহীদ আব্দুল হাই জামে মসজিদ টঙ্গী।

স্থান মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ মরকুন মাস্টার পাড়া টঙ্গী গাজীপুর। উক্ত হাফেজে কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনাদের সকলে ধর্ম প্রাণ মুসলমানদের উপস্থিতি কামনা করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *