২০২৩ সালের প্রায় শেষ মুহূর্তে অবস্থান করছেন সবাই। ক’দিন পরই শুরু হবে নতুন বছর ২০২৪ সাল। তবে নতুন বছরে পদার্পণের আগে চলতি বছরটি যে শোবিজ তারকাদের কারণে বেশ ঘটনাবহুল ছিল, সেটি নিশ্চয় ভুলে যাওয়ার মতো নয়। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত শোবিজের কয়েকজন তারকা বিয়ে-বিচ্ছেদ ইস্যুতে ছিলেন শিরোনামে। চলতি বছর অনেকেই যেমন বিয়ে করেছেন, আবার কেউ কেউ পুরনো বিয়ের খবর প্রকাশ্যে এনে উঠে এসেছেন আলোচনায়। একইভাবে ছিল বিচ্ছেদের ঘটনাও।
➨ সোশ্যাল সেলিব্রেটি ও অভিনেতা সালমান মুক্তাদির: সবসময় ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনায় থাকেন দেশের সোশ্যাল সেলিব্রেটি ও অভিনেতা সালমান মুক্তাদির। চলতি বছরের ২ মে জানান―গত ৩০ এপ্রিল বিয়ে করেছেন তিনি। এটি সালমানের প্রথম বিয়ে হলেও তার স্ত্রী দিশা ইসলামের দ্বিতীয়। দুটি সন্তান রয়েছে দিশার।
➨ চিত্রনায়ক জিয়াউল রোশান: জনপ্রিয় এ নায়ক তিন বছর আগে বিয়ে করলেও এ খবর প্রকাশ্যে আনেন চলতি বছরের গত ১০ মে। তার স্ত্রীর নাম তাহসিন এশা। ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তিনি। পড়াশোনা করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে। নায়ক জানান―দীর্ঘ ৫ বছর প্রেমের পর ২০২০ সালের ১১ জুন বিয়ে করেছেন তারা। তবে চলতি বছরের ৬ মে রাতে পারিবারিকভাবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয় তাদের।
➨ সংগীতশিল্পী ইমরান মাহমুদুল: গত ২৪ মে মিউজিক ইন্ডাস্ট্রির জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল জানান―বিয়ে করেছেন তিনি। স্ত্রী মেহের আয়াত জেরিনের সঙ্গে তোলা তিনটি ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে তিনি এ তথ্য জানান। পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।
➨ সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী: গত ২ জুন রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশীর। পাত্রের নাম আরেফিন জিলানী সাকিব। তিনি পড়ালেখা করেছেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত। এর আগে গত ২ এপ্রিল প্রায় আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর আংটি বদল হয় জিলানী-ঐশীর।
➨ অভিনেত্রী ফারিয়া শাহরিন: ২০২১ সালের ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল, দীর্ঘ চার বছর প্রেমের পর প্রেমিক মাহফুজ রায়হানের সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। এর দুই বছর পর গত ৭ জুলাই বিয়ের কথা জানান তিনি। তবে কখন বিয়ে করেছেন, সেটি জানাননি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অন্তরা।
➨ অভিনেত্রী তাসনিয়া ফারিণ: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বিয়ে করেছেন গত ১১ আগস্ট। তবে বিয়ের খবর প্রকাশ্যে আনেন ১৪ আগস্ট। পাত্রের নাম শেখ রেজওয়ান। তিনি দেশের বাইরে একটি প্রতিষ্ঠানে কর্মরত। তখন তিনি জানিয়েছিলেন―দীর্ঘ সাড়ে ৮ বছরের প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার পর বিয়ে করেছেন তারা।
➨ অভিনেতা চাষী আলম: চলতি বছরের ২৫ আগস্ট গুলশানের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করে বিয়ে করেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু ভাই’ খ্যাত অভিনেতা চাষী আলম। তার স্ত্রীর নাম তুলতুল ইসলাম। পাত্রী তুলতুল ঢাকার মেয়ে।
➨ সোশ্যাল ইনফ্লুয়েন্সার আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ: গত ১৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে দুই পরিবারের মানুষদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় আয়মান সাদিক ও মুনজেরিনের। আয়মান দেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুল’র প্রতিষ্ঠাতা। অন্যদিকে মুনজেরিন একই প্রতিষ্ঠানের জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় তরুণ সমাজের উদ্দেশে ক্যারিয়ার বিল্ডআপে ইতিবাচক কথা বলতে দেখা যায় আয়মান সাদিককে।
➨ সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা: গত ১৯ নভেম্বর হঠাৎ করেই গুঞ্জন উঠে―গোপনে বিয়ে করেছেন সংগীতশিল্পী লিজা। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে বিয়ে হয়েছে তার। তবে ওইদিন এই গায়িকা বলেন, ‘আমাদের বিয়ে হয়েছে, এটা সত্য। কিন্তু বিয়ে তো গোপনে হয় না। গত বছরই বিয়ে হয়েছে আমাদের।’
➨ চিত্রনায়িকা আঁচল আঁখি: প্রায় তিন বছর আগে সংগীতশিল্পী সৈয়দ অমির সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী আঁচল আঁখির। ২০২১ সালের ফেব্রুয়ারির ১৫ তারিখে বিয়ে হলেও চলতি বছর ৩০ নভেম্বর হঠাৎ করেই আলোচনায় উঠে আসে এ খবর। অভিনেত্রী জানান―পারিবারিক আয়োজনে বিয়ে হয়েছে তাদের। বিয়ের আগে প্রেম না হলেও এখন প্রেম করছেন তারা।
➨ সংগীতশিল্পী অবন্তী সিঁথি: ‘শিসকন্যা’ খ্যাত সংগীতশিল্পী অবন্তী সিঁথি হঠাৎ করে বিয়ের ঘোষণা দেন গত ১৫ ডিসেম্বর। রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাত্রের নাম অমিত দে। তিনি লন্ডনপ্রবাসী। লন্ডনে একটি প্রতিষ্ঠানে কাজ করেন অমিত। পাশাপাশি গানও করেন। সেখান থেকেই পরিচয় তাদের।
➨ সুরকার-সংগীত পরিচালক নাভেদ পারভেজ: গত ১০ মার্চ বিয়ে করেন সুরকার ও সংগীত পরিচালক নাভেদ পারভেজ। পাত্রের নাম ফারহানা হোসেন বিন্তি। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স শেষ করে এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
➨ বিচ্ছেদ:
➨ চিত্রনায়িকা পরীমণি-অভিনেতা শরিফুল রাজ: ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরীমণি-রাজ। এর প্রায় তিন মাস পর ২০২২ সালের ১০ জানুয়ারি বিয়ের কথা প্রকাশ্যে আনেন তারা। এর কিছুদিন পর ২১ জানুয়ারি (২০২২ ইং) রাতে হলুদসন্ধ্যা এবং পরদিন ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এই জুটির। তারপর ২০২২ সালের ১০ আগস্ট পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য আসে তাদের সংসারে। এর একবছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। গত ১৮ সেপ্টেম্বর অভিনেতা রাজকে ডিভোর্স লেটার পাঠান নায়িকা। তখন ডিভোর্সের কারণ হিসেবে মনের অমিল, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেয়া ও মানসিক অশান্তির কথা জানিয়েছিলেন পরীমণি।
➨ সংগীতশিল্পী এসআই টুটুল-অভিনেত্রী তানিয়া আহমেদ: ১৯৯৯ সালের ১৯ জুলাই বিয়ে করেছিলেন এসআই টুটুল ও তানিয়া। দীর্ঘদিনের সেই সংসার হঠাৎ করেই বিচ্ছেদে রূপ নেয়। দীর্ঘ ২৩ বছরের দাম্পত্য জীবনে শেষ ৫ বছর আলাদা থেকেছেন তারা। এরপর চলতি বছরের জুলাইয়ে দ্বিতীয় সপ্তাহে একটি ঘনিষ্ঠ সূত্র জানায়―গত ৪ জুলাই দ্বিতীয় বিয়ে করেছেন এসআই টুটুল। মেয়ের নাম শারমিন সিরাজ সোনিয়া। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী।
তবে চলতি বছরের অক্টোবরে দ্বিতীয় বিয়ের কথা অস্বীকার করেন এসআই টুটুল। তিনি জানান―তাদের মধ্যে বিয়ের কথা হয়েছিল। কিন্তু আল্লাহ হয়তো চাননি, তাই কোনোভাবে সেই বিয়েও হয়নি। আর তাদের মধ্যকার সম্পর্কটা পরিচয়, সখ্য ও প্রেম পর্যন্ত সীমাবদ্ধ ছিল।
➨ সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল: ২০১৯ সালের ১৫ নভেম্বর ভালোবেসে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল ও সালসাবিল। কিন্তু মাদকাসক্ত ও নির্যাতনের অভিযোগ এনে চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে গায়ককে তালাক দেন সালসাবিল।