রাজশাহী মহানগরীতে মিনুর পক্ষে ২৪ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

রাজনীতি
Spread the love

জন্মভূমি নিউজ ডেস্ক

রাজশাহী সদর আসন ২-এ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনুকে দলীয় মনোনয়ন দেয়ায় বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল বের করেছে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি।
আজ বিকেলে নগরীর রামচন্দ্রপুর থেকে মিছিলটি বের হয়ে নগরীর হাদির মোড়, বৌবাজার, সাধুর মোড়, মিরের চক ও বাসার রোড হয়ে একই স্থানে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা অধ্যক্ষ একরামুল হক, রাকেশ চৌধুরী গৌতম, বরজাহান আলী, আফজাল হোসেন উজ্জল। মিছিলে বিএনপি ও যুব নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, হজরত আলী, আরমান আলী, মোহাম্মদ শ্যামল, মো: মাসুম, মো: সেলিম, সাইদুর রহমান, মো: মানিক, মো: নবাব, মো: সিপন, মো: গালিব, মো: ডাবলু, যুবনেত্রী দিপাসহ অনান্য নেতৃবৃন্দ। মিছিল থেকে ভোটারদেও ধানের শীষে ভোট দেয়ার আহবান জানানো হয়।
বিএনপির নেতারা বলেন, মিজানুর রহমান মিনু, দীর্ঘ ১৭ বছর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন এবং ৫ বছর এমপি ছিলেন। তিনি রাজশাহীর রাস্তাঘাট, ড্রেনেজ প্রকল্প সহ নগরীর অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। তাকে রাজশাহী সদর আসনে মনোনয়ন দেয়া বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে এই অঞ্চলের মানুষ মিজানুর রহমান মিনুকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়ী করতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *