বিয়ের প্রলোভন দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেস্ক :
নওগাঁর মান্দায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাহিদ হাসান নামের (১৯) এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জাহিদ হাসান উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে। আজ শনিবার (৫ এপ্রিল) তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ওই ছাত্রীর মা জানান, মোবাইল ফোনের সূত্র ধরে অভিযুক্ত জাহিদ হাসানের সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরপর বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় নওগাঁ শহরে নিয়ে মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন অভিযুক্ত জাহিদ হাসান।
স্কুলছাত্রীর মা আরো বলেন, ‘আমার স্বামী প্রবাসে অবস্থান করায় মেয়েকে নিয়ে আমি বাড়িতে বসবাস করি। গত সোমবার সন্ধ্যায় আমি বাড়িতে না থাকার সুযোগে জাহিদ হাসান আমার বাড়িতে গিয়ে আবারও ধর্ষণ করেন। পরবর্তীতে আমি বাড়ি ফিরলে মেয়ে সব বিষয়ে আমাকে অবহিত করে।

আজ শনিবার সকালে মান্দা থানায় অভিযুক্ত জাহিদ হাসানের বিরুদ্ধে মামলা করেছি।’
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে জাহিদ হাসানের বিরুদ্ধে মামলা করেন। পরে অভিযান চালিয়ে আসামি জাহিদকে গ্রেপ্তার করে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *