জয় বাংলার স্লোগান ডিজিটাল সাইনবোর্ড মসজিদে দান করার অপরাধে অপরাধীকে গ্রেফতার করেছে থানা পুলিশ

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃ শিহাব উদ্দিন টোকন নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের লালপুরে রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ উসকানিমূলক বার্তা প্রদর্শিত হওয়ার ঘটনায় সেই সাইনবোর্ড দানকৃত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে তাকে নাটোর আদালতে পাঠানো হয়। ওই ব্যক্তির নাম ইমদাদুল হক লিটন। তিনি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৭টার ওই মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে ওঠে। ঘটনাটি নজরে আসার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং দুই বছর আগে ওই সাইনবোর্ড দান করা ইমদাদুল হক লিটন নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক থানায় নেওয়া হয়।
এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *