মো হালিম কাজীরাজশাহী
নাটোর জেলায় অভিযান চালিয়ে ৫০০টি ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ হাজার টাকাসহ মো. রাজু আহম্মেদ (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের কান্দিভিটুয়া জোয়াদ্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজু আহম্মেদ এই এলাকার আব্দুল মজিদের ছেলে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. তাইজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে শহরের কান্দিভিটুয়া জোয়াদ্দার পাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান পরিচালনা করে।
এ সময় রাজু আহম্মেদের বাসায় অভিযান পরিচালনা করে তার শোবার ঘরের আলমিরা থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক কারবারের ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।