স্টাফ রিপোর্টার রামবাবু বর্মণ
প্রতি বছরের ন্যায় এবছরও
জয়পুরহাটের কালাই উপজেলার পুনুট ইউনিয়নের রাধা নগর ( ইমামপুর) গ্রামে ১৬ পহর দুই দিনব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের রস নীলা কীর্তন আজ ২৭ মার্চ ২০২৪ ইংরেজি রোজ বুধবার শ্রীমদ্ভগবদ গীতা পাঠ অন্তে মঙ্গল ঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মের শ্রেষ্ঠ অনুষ্ঠান শ্রী শ্রী রাধা গোবিন্দের রসনীলা কীর্তন ২৮ ও ২৯ মার্চ ২০২৪ ইংরেজি বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের রাসলীলা কীর্তন শুরু, এই অনুষ্ঠানের কীর্তন পরিবেশন করবেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত, তারা হলেন,
শ্রী মতি কৃষ্ণা দাসী, ফরিদপুর
শ্রী দয়াল নিধি, মান্দা নওগাঁ
শ্রী ভ্রান্তি রানী, নন্দীগ্রাম বগুড়া
শ্রী প্রশান্ত, প্রসাদ ভূজি, বগুড়া
উনাদের মুখে সনাতন ধর্মের শ্রীমদ্ভগবদ গীতার আলোচনা শুনতে আসবেন জেলার বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ নারী ও পুরুষ ও ধর্ম প্রাণ ভক্তদের শিক্ষা ও আনন্দ দিয়ে
সমাপ্তি ঘটবে ৩০ মার্চ ২০২৪ ইংরেজি রোজ শনিবার কুঞ্জ ভঙ্গ ভোগ দর্শন মহাপ্রসাদ বিতরণ ও ৩১ শে মার্চ রবিবার মহন্ত বিদায় এর মধ্য দিয়ে শেষ হবে ,সভাপতি শ্রী সতেন চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক শ্রী শ্যাম চন্দ্র বর্মন বলেন আমাদের গ্রামে সনাতন ধর্মের ৩৫ থেকে ৪০ ঘর বসবাস করি এ নিয়ে আমরা আমাদের সনাতন ধর্ম এগিয়ে যেতে পারে এই জন্য আমরা যতটুকু পারি অনুষ্ঠান করে থাকি ।