বাঘায় মনিগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বাসীদের শুভেচ্ছা জানিয়েছে সাবেক মেম্বার রমজান আলী।

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

শুভেচ্ছা বার্তাঃ
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে বছর ঘুরে আবার ফিরে এসেছে ঈদ উল ফিতর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বাসীদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ইউপি সদস্য (মেম্বার) মো: রমজান আলী।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে উৎসের কাছে ফিরে যাওয়া। ঈদ মানে
নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহতের সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে মনিগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বাসী সকল মুসলমানকে জানাই অগ্রীম ঈদের শুভেচ্ছা।ঈদের খুশি আপনাদের-আমাদের সবার জীবনে মহান আল্লাহ তায়ালা পূণর্তা দান করুন এই দোয়া করি | ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ-শান্তি ও একরাশ অনাবিল আনন্দ ।পৃথিবীতে নেমে আসুক শান্তির দূত ঘরে ঘরে জেগে উঠুক সুখ পাখিরা৷ মুছে যাক অসহায়ের দুঃখ ব্যথা৷ অম্লান থাকুক তার সারা জীবনের আনন্দ।পবিত্র ঈদ ধনী-গরিব ভুলে এক কাতারে শামিল করে
দেয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ ও অহঙ্কারসহ সকল পাপাচার মুছে দিয়ে নতুনভাবে জীবন শুরু করার তাগিদ এনে দেয়। বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময়। সেই সাথে সফলতার শুভ প্রত্যায়ে সবাইকে জানাই অগ্রীম ঈদের শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *