সুকমল চন্দ্র বর্মন (পিমল) জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নিয়মিত সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রায় ২ হাজার সদস্যের মাঝে সেমাই, চিনি, দুধ ও প্যাকেটজাত ময়দা তুলে দেয়া হয়।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের সভাতিত্বে এ সময় মৃত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থ শ্রমিকদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের জয়পুরহাট জেলা সভাপতি মাওলানা লোকমান হোসেন।
এ সময় ৫ আগস্ট পরবর্তী সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, সড়ক সম্পাদক ছানোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ও উপদেষ্টা আমিনুর রহমান।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘আজ আমরা এক কঠিন সময় পার করছি। এরপরও শ্রমিকদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি মাত্র।’
সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের হাতে তৈরি এই সংগঠনটি ৫ আগস্ট পূর্ববর্তী নেতাকর্মীরা একেবারেই শেষ করে দিয়েছে। এরপরও নতুন করে সংগঠনটি হাল ধরেছি।’