নওপাড়াতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজেস্ব প্রতিনিধিঃ রাজশাহী দুর্গাপুর উপজেলা নওপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় গত ২৬শে ডিসেম্বর।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ১ নং নওপাড়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোঃ রুহুল আমিন, পরিচালনায় মোঃ ইসলাম মন্ডল, সদস্য সচিব, সঞ্চালনায় ছিলেন মোঃ শহিদুল ইসলাম।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক জনাব মোঃ শফিকুল ইসলাম সমাপ্ত, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আকুল হোসেন মিঠু,ঢাকা আদাবর থানা কৃষক দলের সভাপতি মোঃ সিরাজুল করিম সনু, থানা কৃষক দলের আহবায়ক আঃ হান্নান, থানা কৃষক দলের সদস্য সচিব এ কে এম মোহাইমেনুন হক রেন্টু, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য মোঃ সাইদুর রহমান মন্টু,থানা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোঃ জোবায়েদ হোসেন সহ আরও অনেক নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,আমরা বিশ্বাস করি, কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ ধরে তারেক রহমান ইতোমধ্যেই কৃষকদের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে কর্মসূচি হাতে নিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে সার, বীজ এবং কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা হবে। পাশাপাশি, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার ব্যবস্থা নেওয়া হবে।’
তারা আরও বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ তহবিল গঠন করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করা হবে, যাতে কৃষকরা সেচের পানির সুবিধা পান। কৃষিভিত্তিক শিল্পকারখানা ও কোল্ড স্টোরেজ স্থাপন করে কৃষি পণ্য সংরক্ষণ এবং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের উদ্যোগ নেওয়া হবে।’

মহিলা কৃষকদের উন্নয়নেও গুরুত্ব দিয়ে তারা বলেন, ‘মহিলা কৃষক ও কৃষি শ্রমিকদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি, কৃষকদের জন্য কৃষিশিক্ষার প্রসারে কাজ করবে বিএনপি।’ জিনিসপত্রের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়ে তারা বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে কৃষকের ঘরে হাসি ফুটবে, আর সেই হাসিই হবে দেশের উন্নয়নের চাবিকাঠি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *