বাহুবলে ঈদের আগে ও পরে থাকবে কঠোর নিরাপত্তা : ওসি জাহিদুল ইসলাম

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোছাঃ নিছপা আক্তারহবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের বাকি আর ৩/৪দিন। ঈদের আগে ও পরে শান্তিপূর্ণ পরিবেশে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে থানা পুলিশ । ঘরে ফেরা যাত্রীরা যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য নেয়া হয়েছে সর্বস্তরের নিরাপত্তা প্রস্তুতি। এমন নিরাপত্তা থাকবে ঈদের পরেও। সড়ককে যাত্রী হয়রানি রোধ ও যানবাহনে অতিরিক্ত যাত্রী ওঠা বন্ধ, ছিনতাই ও মলম পার্টি দৌরাত্ম্য রোধসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা বলয় ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সর্বত্র বাড়তি নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার পদক্ষেপ নিয়েছে বাহুবল মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে বাহুবল উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একান্ত সাক্ষাৎকারে ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল বাড়ানোসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম।

থানা এলাকার মানুষের জান মালের নিরাপত্তা প্রদানসহ যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ঈদে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে থানা পুলিশের বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, সচরাচর ঈদকে ঘিরে উপজেলার শপিং সেন্টার এলাকাগুলোতে ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে যায়। বিভিন্ন সময় সাধারণ মানুষের একটু অসচেতনতার সুযোগ নিয়ে মোবাইল, টাকা-পয়সা ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেজন্য উপজেলার সকল বাজার এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সবাই সতর্ক থাকুন। উপজেলার বেশিরভাগ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা চেষ্টা রয়েছে। রমজান এবং ঈদ উপলক্ষে যেন কোনো চুরি-ছিনতাইয়ের ঘটনা না ঘটে সেই বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠের সর্বক্ষণিক আমাদের মোবাইল টিম কাজ করতেছে যে কোন সময় সহযোগিতা পাবেন ৷বিভিন্ন অপরাধ প্রতিরোধ করার লক্ষ্যে বাহুবল মডেল থানা পুলিশকে সহায়তা করা ও যেকোনো সমস্যায় থানা পুলিশের সহায়তা নেয়াসহ সকল প্রকার অপরাধ সম্পর্কিত অগ্রিম তথ্য প্রদান করে বাহুবল মডেল থানা পুলিশ কর্তৃক সুষ্ঠু ও সুন্দর সেবা গ্রহন নিশ্চিত করার জন্য এবং থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করার জন্য জনগণকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়।

তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলার অবনতি না হতে পারে সে রকম পদক্ষেপ নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *