রাজধানীতে যাত্রীবাহী বাসে ছিনতাই

ঢাকা
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মো:আব্দুস সালাম: রাজধানী
সাভারে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীরা যাত্রীদের কাছ থেকে কেড়ে নিয়েছে মোবাইল ফোন ও নগদ অর্থ।

গত ২৪ মার্চ রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় শুভ যাত্রা পরিবহনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, শুভযাত্রা পরিবহনের গাড়িটি রেডিও কলোনি এলাকায় পৌঁছালে আনুমানিক চার-পাঁচজন লোক গাড়িতে ওঠে। একপর্যায়ে সিএন্ডবি এলাকায় এলে ড্রাইভারের গলায় ছুরি ধরে দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদেরকে জিম্মি করে মোবাইল ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে গাড়ির ড্রাইভার বাসের ভেতরের লাইট বন্ধ করে দিলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে গাড়িটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে গাড়িতে থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে নিয়ে যান। এসময় ড্রাইভার লাইট বন্ধ করার সঠিক কোনো কারণ বলতে না পারায় ড্রাইভার ও হেল্পারসহ তারা গাড়িটি আটকে রাখেন।

এ বিষয়ে শুভযাত্রা পরিবহনের ওই বাসের যাত্রী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী আব্দুল হাকিম বলেন, সাভার থেকে ক্যাম্পাসে ফিরছি একটা ইফতার পার্টি থেকে। আসার পথে বিপিএটিসি এলাকায় শুভযাত্রা পরিবহন (আমরা যে বাসে আসছিলাম) থামায় এবং বেশ কয়েকজন ছিনতাইকারী বড় বড় ছুরি, অস্ত্র নিয়ে বাসে উঠে চোখের নিমিষে বাসের সামনের কয়েকজন যাত্রীর সর্বস্ব লুট করে। আর পেছন থেকে মাঝামাঝি একজন যাত্রীকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা বেশ মোটা অঙ্কের টাকা লুট করে নিয়ে যায়। সংশ্লিষ্টতা সন্দেহে শুভযাত্রা পরিবহনের বাস এবং চালক-হেল্পারকে ক্যাম্পাসে নিয়ে আসা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

লাইট বন্ধ করার কারণ জানতে চাইলে বাসের ড্রাইভার আলী হোসেন বলেন, আমি বাসের লাইট ইচ্ছাকৃতভাবে বন্ধ করিনি। সেসময় চাপ লেগে লাইট বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, বাসটির চালক ও হেলপারসহ চারজনকে ছাত্ররা থানায় দিয়ে গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে মামলার প্রস্তুতি নেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *