নওগাঁয় সুবিধা বঞ্চিত ৭শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

আব্দুল মজিদ মল্লিক: পবিত্র রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৭০০ সুবিধা বঞ্চিত পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

শুক্রবার সকালে জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক রিলিফ ইউএসএ এবং ওসমান কনসালটিং ইউকের অর্থায়নে সোশ্যাল এইড এই আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭০০ পরিবারের প্রতিনিধিদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন ।

প্রতিটি পরিবারের জন্য একটি করে প্যাকেজে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল ২৫ কেজি, মসুর ডাল ২ কেজি, ছোলা ২ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, চিনি ২ কেজি, খেজুর ১ কেজি, সেমাই ৪০ গ্রাম, গুড়া দুধ ১ কেজি ও ৩০টি মুরগির ডিম। বিনামূল্যে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা।

খাদ্য সামগ্রী পেয়ে অসহায় নিলুফা বলেন, অভাবের সংসার চালাইতে কষ্ট। কোলে করে বাচ্চাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করি। এখন এসব খাদ্য সামগ্রী পেয়ে রোজার মাসে কষ্টটা অনেক কমবে। এই খাবারে শুধু রোজার মাসই না, ঈদের পরও কিছুদিন চলবে।

চা বিক্রেতা আকবর হোসেন বলেন, চা বিক্রি করে কোনোরকম জীবিকা নির্বাহ করি। রমজানে চা বেচা বিক্রি কম হয়। যেসব খাদ্য সামগ্রী পেলাম তাতে পরিবারের সবাই আনন্দের সাথে বাকি রোজা ও ঈদ করতে পারবো।

অনুষ্ঠানে সোশ্যাল এইডের জেলা সমন্বয়কারী ফজলুল হক খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, ওসমান কনসালটিং ইউকের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তানজিল জে আহমেদ, সোশ্যাল এইডের ফিন্যান্স এ্যান্ড এডমিনিস্ট্রেশন-এর পরিচালক মোহাম্মদ আলী, প্রজেক্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট-এর পরিচালক ইসাহাক মিয়া ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *