নগরীতে দোয়া ও ইফতারে বিএনপি নেতা মিনু : ‘আমরা দলকে সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ করছি’

রাজনীতি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

রাজশাহী জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, আমরা দলকে সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ করছি। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সকল গণতান্ত্রীক দলকে নিয়ে এদেশের গণতন্ত্র সু-প্রতিষ্ঠিত করবে। যেমন ১৯৯০ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এনে গনতন্ত্র সুপ্রতিষ্ঠিত করেছিলাম। সেজন্য বেগম খালেদা জিয়াকে বলা হয় গনতন্ত্র পূণরুদ্ধারের নেত্রী, দেশনেত্রী।
মঙ্গলবার রাজশাহী নগরীর শিরোইল কলোনী এলাকায় ১৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক।
এসময় মিজানুর রহমান মিনু বলেন, ‘আজ কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে হাইব্রিড। কেউ কেউ হঠাৎ করে দলে আসার চেষ্টা করছে। তাদেরকে নিয়ে দেখছি, এই শহরে আওয়ামী দুঃশাসনে যারা নেতৃত্ব দিয়েছিলো তারা হত্যা, মারামারি, খুনাখুনি, ভূমিদস্যুতা, চাঁদাবাজি করছে।
দলীয় নেতা-কর্মীদের মিজানুর রহমান মিনু বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা এগুলোর সঙ্গে জড়িত থাকবে তাদের চিহ্নিত করবে। আমাদের দলের লোকজন এগুলোর মধ্যে আছে এটা আমি বিশ্বাস করিনা। কেউ যদি থাকে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগ করবেন।’
মিনু বলেন, রাজশাহী শান্তির শহর। সবাই মিলে শান্তি সুনিশ্চিত করবো। যারা অশান্তি করার চেষ্টা করছেন, যাদের অনেককেই আমরা রাজশাহীতে দেখিনি এখন মাঝেমাঝে দেখা যাচ্ছে তারাই এসকল সন্ত্রাসী ও হত্যাকান্ডের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত।
দোয়া ও ইফতার মাহফিলে নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল।
এসময় বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, শাহমখদুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য ইঞ্জি. আরিফুজ্জামান সোহেল উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিলে রাজশাহী নগর বিএনপি, বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি, যুদবল, ছাত্রদলসহ নগর ও স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *