আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজশাহীর উন্নয়নে সহযোগিতায় জামায়াতের আশ্বাস

রাজনীতি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক:
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আর্থ-সামাজিকসহ রাজশাহীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ড. কেরামত আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ৪ ডিসেম্বর বুধবার বেলা ১২টায় নব-নিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এ আশ্বাস দেন তারা।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলা সহকারী সেক্রেটারি নাজমুল হক ও অধ্যাপক কামারুজ্জামান, রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য, জসিম উদ্দিন সরকার, তৌহিদুর রহমান সুইট, সালাউদ্দিন আহমদ, হড়গ্রাম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাতে নেতৃবৃন্দ রাজশাহীর রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি, নগরীর আর্থ-সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং দেশের উন্নয়ন ও রাজশাহীর পুনর্গঠনে সকল কর্মকাণ্ডে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *