মোহনপুরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের বাড়িঘর ভাংচুর

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার হরিফলা গ্রামে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে সাইফুল ইসলামের ছেলে কৃষক শরিফুল ইসলাম এর বসতবাড়ি ভাংচুর করেছে প্রতিপক্ষ আপন চাচা ও চাচাতো ভাইয়েরা। এসময় তারা বসতবাড়ি ভাংচুরের পাশাপাশি বাড়ির মধ্যে থাকা একটি নারিকেল গাছ কেটে ফেলে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। এঘটনায় মোহনপুর থানায় অভিযোগ দেন কৃষক শরিফুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষক শরিফুল ইসলামের সাথে জমিজমা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে চাচা বয়েজ উদ্দিনের সাথে। এরই জেরে সোমবার সকালে জোর করে চাচা বয়েজ উদ্দিন, চাচি মমেনা বিবি ও তার ছেলে আল আমিন জোর করে কৃষক শরিফুলের বাড়িতে প্রবেশ করে ভাংচুর চালায় ও নারিকেল গাছ কেটে ফেলে। এসময় কৃষক শরিফুল ইসলাম বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন তার উপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *