সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
রাজশাহীর বাঘা উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম স্বপসারথি কিশোরীদের বাল্যবিয়ে মুক্ত টেকসই আত্মনির্ভরশীল জীবন গঠনে বহুমুখী কার্যক্রম গ্রহন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ই মার্চ) সকাল ১১ টায় এ উপলক্ষে মনিগ্রাম ব্র্যাক স্কুল সংলগ্ন আম্র কাননে ( ১৩-১৭) বছর বয়সী স্বপ্নসারথি কিশোরীদের নিয়ে ২০ তম মাস ভিত্তিক জীবন দক্ষতা উন্নয়ন সেশন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বাঘা উপজেলার কর্মকর্তা (অফিসার – সেলপ) মোঃ মোমিনুল ইসলাম এর পরিচালনায় সেশনে বক্তব্য রাখেন সিনিয়র অফিসার (গননাটক) মোঃ আশরাফুল আলম।
সেশনে অংশগ্রহণকারীগন পড়াশোনার পাশাপাশি ক্ষুদ্র উদ্দোক্তা তৈরি, আয়বৃদ্ধিমূলক বি়ভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন, ফ্রি ল্যান্সিং এর গুরুত্ব, নিজ, পরিবার এবং সমাজকে বাল্যবিবাহ সহ সকল প্রকার নির্যাতন মুক্ত রাখতে সুরক্ষা নীতিমালা ও করনীয় নিয়ে দক্ষতা অর্জনের বিষয়ে প্রশিক্ষন গ্রহন করা হয়।
উল্লেখ্য, বাঘা উপজেলার ৮ টি গ্রামে ২০০ জন স্বপ্ন সারথি কিশোরী নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে একই ধরনের কার্যক্রম ব্র্যাক সেলপ কর্মসূচির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। সেশনটি সুষ্ঠু ভাবে বাস্তবায়নে সার্বিক ভাবে সহযোগিতা করেন সিও( সেলপ) মোঃ মমিনুল ইসলাম।