নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার অভিযোগে আটক এক আসামিকে আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগে থানায় অবস্থান করছেন শিক্ষার্থীরা। ওই আসামিকে পুনরায় আটক না করা পর্যন্ত তারা থানায় অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার রাত দশটার দিকে তারা থানায় অবস্থান নেন। এর আগে সোমবার রাতে পঞ্চবটি এলাকা থাকে বিচ্ছাদ নামের ওই আসামিকে ধরে পুলিশের সপর্দ করেন শিক্ষার্থীরা।
বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী রাজশাহী ছাত্র আন্দোলনের মহানগরীর মুখপাত্র আরশি হক বলেন, জুলাই আগস্টে বিচ্ছাদ ছাত্রদের উপর আওয়ামী লীগের দোসর বিচ্ছাদ নিজে সরাসরি হামলায় অংশ নিয়েছিলো। সেই ভিডিও আমাদের কাছে আছে। আমরা তাকে আটকের পর পুলিশের সপর্দ করেছি।কিন্তু মহানগরের বলিয়া থানা পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। তাকে থানায় হাজির না করা পর্যন্ত আমরা থানা থেকে বের হব না।