মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে, বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে “মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(১৮মার্চ)বিকাল ৪টায়,মোহনপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে মোহনপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা জি,এম ,আবদুল আওয়াল এর সভাপতিত্বে, ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুর মৃধা সঞ্চালনায়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক,
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সুরা সদস্য মাওলানা ইসমাইল আলম আলম আল হাসানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা নায়বে আমির মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির মোহনপুর উপজেলা শাখা মাওলানা হাসান আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলার শাখার সহকারি সেক্রেটারি মাস্টার আব্দুল আজিজ,বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর বাকশিমইল ইউপির আমির নজরুল ইসলাম,কেশরহাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।