নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর নিহত যুবদল নেতার পরিবারের পাশে তারেক রহমান
নিজস্ব প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জুলাই-আগস্টে নিহত যুবদল নেতার পরিবারকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। রাজশাহী মহানগরীর গুড়িপাড়া নিহত যুবদল নেতা মিনালের পরিবারের পাশে এ ঈদ উপহার পৌঁছে দেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল রবি।
সোমবার (১৭ মার্চ) বিকাল ৫ টায় গুড়িপাড়া নিহত মিনালের পরিবারকে এ উপহার প্রদান করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার ও নিহত যুবদল নেতা মিনালের পরিবারের খোঁজ খবর নেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এসময় যুবদলের আরও অনেকেই উপস্থিত ছিলেন।
রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জুলাই-আগস্টে আহত-নিহতদের পরিবারের পাশে ও তাঁদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে। প্রয়োজনে তাঁদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। সেই দিক থেকে আসন্ন ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করতে তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে সামান্য ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে নিহতদের পরিবারের মাঝে। শুধু এইবার নয় প্রতিটি বছর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই সকল ধর্মের গরিব দুঃখীদের সাথে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে সামান্য ঈদ উপহার দিয়েছেন
