মিরপুর এলাকার জুয়ার আসর হইতে ০৯(নয়) জন জুয়াড়ী আটক

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোছাঃ নিছপা আক্তার হবিগঞ্জ জেলা প্রতিনিধি
বাহুবল মডেল থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে বাহুবল থানাধীন ৬নং মিরপুর এলাকার জুয়ার আসর হইতে ০৯(নয়) জন জুয়াড়ী, জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৭,২০০/- টাকাসহ গ্রেফতার করে।
বাহুবল মডেল থানা পুলিশ কর্তৃক ১৩/০৩/২০২৫ অভিযান পরিচালনা করে আসামী ১. তোফায়েল আহমদ (২২), পিতা-আব্দুল মালেক, মাতা-সুলতানা বেগম, ২. তোফাজ্জল হোসনে (২৭), পিতা-মৃত আব্দুল মতিন, মাতা-আলেমা খাতুন, ৩. মোঃ সাজিদ মিয়া (২৫), পিতা-সুন্দর আলী, মাতা-রাজিয়া খাতুন, ৪. সুজন মিয়া (৩৪), পিতা-মৃত রফিক উল্ল্যা, ৫. মোঃ নজরুল ইসলাম (২০), পিতা-মৃত আরব আলী, মাতা-আমিনা বেগম, ৬. আব্দুল মান্নান (৩৫), পিতা-মৃত আবুল হোসেন, মাতা-মৃত মনোয়ারা খাতুন, ৭. মোঃ মিজানুর রহমান (৩০), পিতা-আমান উল্ল্যা, মাতা-মনোয়ারা খাতুন, সর্বসাং-তিতারকোনা, ৮. মোঃ বিল্লাল মিয়া (২৭), পিতা-আম্বর আলী, মাতা-মৃত ডলি আক্তার, সাং-আব্দুল্লাহপুর, ৯. মোঃ হান্নান মিয়া (৩২), পিতা-মৃত কুদরত আলী, মাতা-খোদেজা বেগম, সাং-চন্দ্রছুড়ি, সর্বথানা-বাহুবল, জেলা-হবিগঞ্জদের বিরোধে বাহুবল থানার মামলা নং-০৯, -১৩/০৩/২০২৫ ধারা-১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *