মোছাঃ নিছপা আক্তার হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জে পরিবেশ ও অনুমতির অজুহাতে ইটভাটা ভাঙচুর এবং মোবাইল কোর্টের জরিমানার নামে হয়রানির প্রতিবাদে ইটভাটা মালিক ও শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কোর্ট মসজিদের সামনে প্রধান সড়ক অবরোধ করে তারা প্রতিবাদ সভা করেন।
দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় যান চলাচল বিঘ্নিত হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে। পরে, ইটভাটা মালিকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন- ইটভাটা মালিক আ. হামিদ, মিলন খান, রমিজ মিয়া, শাহীন মিয়া, আব্দুল মেম্বার, আব্দুল আউয়াল, শফিক মিয়া, আহাদ মিয়া ও সেলিম আহমেদ।
তারা অভিযোগ করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে যখন বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তখন পরিবেশ সংরক্ষণের অজুহাতে ইটভাটা ভাঙচুর ও মোবাইল কোর্টের জরিমানা তাদের জন্য মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরও বলেন, একটি বিশেষ গোষ্ঠী নিজেদের স্বার্থসিদ্ধির জন্য প্রশাসনের উচ্চ পর্যায়ে প্রভাব খাটিয়ে ইটভাটা শিল্পের ক্ষতি করছে। এতে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে এবং দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।
প্রতিবাদকারীরা সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ইটভাটা মালিকদের হয়রানি বন্ধের দাবি জানান। তারা অনুরোধ করেন, যাতে বিনা কারণে ইটভাটা ভাঙচুর ও জরিমানা না করা হয় এবং তাদের শিল্পকে টিকিয়ে রাখতে সহায়তা করা হয়।