চলতি বছরের মধ্যেই পাচার হওয়া কয়েক শ কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব জানিয়েছেন অর্থ উপদেষ্টা

অর্থ ও বানিজ্য
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেস্ক:
এ বছরের মধ্যেই বিদেশে পাচার হওয়া প্রায় কয়েক শ কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, পাচারের অর্থ ফেরত আনতে হলে কিছু আইনি প্রক্রিয়া মানতে হবে। এজন্য একটি বিশেষ আইন করার উদ্যোগ রয়েছে অন্তর্র্বতী সরকারের। শিগগিরই যা অধ্যাদেশ আকারে জারি হবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থ ফেরত আনতে প্রায় ২০০টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। এদের মধ্যে প্রায় ৩০টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে সরকার।

আগামী মাসেই এ নিয়ে কিছু দৃশ্যমান অগ্রগতি হবে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *