জামিন নিতে এসে কারাগারে যুবলীগ নেতাসহ ৩ জন

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় জামিন নিতে এসে কারাগারে গেলেন ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ তিনজন।

সোমবার (১০ মার্চ) সকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী ফকিরের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শাহিন ফকির শাফিন (৪৫), তার ছোটভাই মো. কামাল ফকির (৩৮) ও একই ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের মো. হবি মোল্লার ছেলে মো. সেলিম মোল্লা (৪৫)।

জানা গেছে, সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে একজন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলার এজাহারনামীয় ৬৮ নম্বর আসামি সেলিম মোল্লা, ৬৯ নম্বর আসামি শাহিন ফকির শাফিন ও ৮৪ নম্বর আসামি কামাল ফকির।

তারা তিনজনই উচ্চ আদালত থেকে আগাম জা‌মিন নিয়ে‌ছিলেন। জা‌মিনের মেয়াদ শেষ হলে রাজবাড়ী আদালতে হা‌জির হয়ে জা‌মিন আবেদন করেন। আদালত জা‌মিন না দিয়ে তিনজনকে কারাগা‌রে পা‌ঠানোর নির্দেশ দেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক (২) জানান, শাহিন ফকির, কামাল ফকির ও সেলিম মোল্লা আগেই হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা রাজবাড়ী আদালতে হা‌জির হয়ে আবার জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *