জন্মভূমি নিউজ ডেক্স
রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহ মখদুম (র.) ঈদগাহ মাঠে সকাল ৮টায়। নামাজ শেষে মোনাজাতে নিরিহ ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়। সাধারণ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে দোয়া করা হয়।
ঈদ জামাতে অংশ নেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর, জেলা প্রশাসক শামীম আহমেদ সহ মুসল্লিরা।
জজ কোর্ট মাঠ ঈদ জামাতে অংশ নেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সদর আসনের এমপি শফিকুর রহমান বাদশা।