বড়াইগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি:)
দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ইং পালিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।

দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আসরাফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এমদাদুল হক,
উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পাট কর্মকর্তা মমিনুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আমজাত হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *