তানোরে সন্ত্রাস মুক্ত বাজার ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃ হাসান আলী স্টাফ রিপোর্টার
তানোর বাজারে সন্ত্রাসমুক্ত ও জান মালের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তানোর বাজার বণিক সমিতির আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে তানোর গোল্লাপাড়া বাজারে সকল বণিক সদস্যবৃন্দ তাদের দোকান বন্ধ রেখে মানববন্ধন ও মিছিলে অংশগ্রহণ করেন। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিলটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

পরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণী শেষে তানোর গোল্লাপাড়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তানোর বাজারে সন্ত্রাসী কর্মকাণ্ডের বন্ধের জন্য সকাল থেকে মাইকিং করে বাজারের সকল দোকান বন্ধ ঘোষণা করা হয়। এদিকে দোকান বন্ধ করে বণিক সদস্যরা রাস্তায় নামায় বাজারের দুই ধারে গাড়ীর জ্যাম বেধে যাই।

মানববন্ধন চলাকালীন সময় তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন উপস্থিত হয়ে বণিক সদস্যদের কথা শুনেন এবং তাদের আশ্বস্ত করেন যে, বাজারে কোনো সন্ত্রাস ও চাঁদাবাজি চলবে না। সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে। এছাড়াও বণিক সদস্যদের অনুরোধ করেন নিজ নিজ দায়িত্বে দোকান খুলে তাদের ব্যবসা পরিচালনা করার জন্য।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, তানোর গোল্লাপাড়া বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সাংবাদিক টিপু সুলতান, কোষাধক্ষ্য তুহিন পারভেজ, বণিক সদস্য ও প্রধান শিক্ষক মিজানুর রহমান, বণিক সদস্য ও জামাত ইসলামি তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মাহাবুর চৌধুরী, বারী সরকার, তহিদুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, বুধবার রাতে তানোর গোল্লাপাড়া বাজারে তানোর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিএনপি’র দলীয় কার্যালয় দখল কে কেন্দ্র করে আমশ গ্রামের একদিলসহ তার লোকজন বাজার বণিক সমিতির দুটি ঘর ভাঙচুর করে এবং তিনজনকে পিটিয়ে আহত করে। আহতরা হলেন, রফিকুল ইসলাম এবং রিয়াজ উদ্দিন ও তার ছেলে সোহাগ। এদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *