মোছাঃ নিছপা আক্তার
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,স্থানীয় কুমেদপুর গ্রামের বাসিন্দা মরহুম শাহ মাহবুবুর রহমান বাড়িতে দূধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৬/৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার রাত আড়াইটার দিকে ১০/১২ জনের মুখোশপড়া সংঘবদ্ধ একদল ডাকাত পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শাহ মাহবুবুর রহমান এর ছোট ভাই মরহুম শাহ হাবিবুর রহমান রফির বাড়ির বসতঘরের কেছি গেটের তালা ভেঙে ও ঘরের মূল দরজা শাবুল দিয়ে ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে। শাহ রফির পুত্র গৃহকর্তা শাহ ছামাদুর রহমান নাদের, তার ছোট ভাই শাহ শওকতুর রহমান রায়হান ও ২ জন মহিলাকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত – পা, চোখ মুখ বেঁধে ৬ টি মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৬/৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
প্রায় ১ ঘন্টা সময় বাসার আসবাব পত্র তছনছ করে ফ্রিজে রাখা মাছ – মাংস পর্যন্ত নিয়ে রাত সাড়ে ৩ টার দিকে ডাকাতদল চলে যায় বলে জানিয়েছেন পরিবারের লোকজন। ডাকাতি সংঘটিত হবার পর খবর পেয়ে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভোর বেলা বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ও ইউপি সদস্য মর্তুজ আলী লিটন , রুবেল মিয়াসহ পুলিশ ও বিভিন্ন জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আসছি, এ বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখবো, সাথে সাথে ঘটনার সাথে জড়িতদের চিহৃিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।
এ বিষয়ে স্থানীয় জনতা বলেন, পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শাহ মাহবুবুর রহমান একটানা ৩০/৩৫ বছর চেয়ারম্যান হিসেবে এ ইউনিয়নের দায়িত্ব পালন করে গেছেন, তার জীবদ্দশায় এ রকম কোনো ঘটনা ঘটেনাই। তার মৃত্যুর প্রায় ৩ বছর পর এ বাড়িতে ডাকাতির ঘটনা সত্যিসত্যিই বেদনাদায়ক।