নিজস্ব প্রতিবেদক,
রাজশাহীর পুঠিয়ায় রাজশাহীগামী মা হাজেরা পরিবহন (ঢাকা ব ১৫-৯৬৬৫) বাস ও নাটোরগামী ট্রাকের (ঢাকা মেট্রো ২০-৭৫৬৩) মুখোমুখি সংঘর্ষে বাসের যাত্রী এবং ট্রাকের চালক ও হেলপারসহ ১৫ জন আহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল ৮ টার দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া ঘোষপাড়া আখ মাড়াই সেন্টারের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় মোঃ রবিউল হোসেন জানান, সকালে অতিরিক্ত ঘন কুয়াশার কারণে রাস্তার কিছু দেখা যাচ্ছিল না। এমন সময় রাজশাহীর দিক থেকে আসা একটি ট্রাক ও নাটোরের দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাস মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সজরে ধাক্কা লাগলে বাস ও ট্রাকের সামনের অংশ ভেঙ্গে দুমড়ে মুছড়ে গেলে বাসের যাত্রীরা বাসের মধ্যেই ছিটকে পড়ে ১৫/১৬ জন আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, মা হাজেরা নামের একটি যাত্রীবাহী বাস রাজশাহীগামী ঘন কুয়াশার মধ্যে দ্রুত গতিতে যাওয়ার সময় ঝলমলিয়া ঘোষপাড়া এলাকায় নাটোরের দিকে যাওয়া ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ৫ জনের মতো আহত হয়েছে।
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের কারণে যানবাহন দুইটিই সামনের অংশ দমড়ে মুচড়ে গেছে। আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। তাদের নাম ঠিকানা এখনও পায়নি।
তেমন কোনো গুরুতর আহত না হওয়ায় প্রাথমিক ট্রিটমেন্ট করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। শুধু ট্রাকের ড্রাইভারকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।