চাকরিচ্যুত পুলিশ সদস্যদের নতুন কর্মসূচি ঘোষণা

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেস্ক
আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে সচিবালয় মোড়ে এ কর্মসূচি ঘোষণা দেন চাকরিচ্যুত পুলিশ সদস্যদের প্রতিনিধিরা।

সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া চাকরিচ্যুত পুলিশ সদস্যরা জানান, চাকরি পুনর্বহালের দাবি আদায়ে আগামী রবিবার সকালে ফের সচিবালের সামনে অবস্থান নেবেন তারা।

এর আগে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দিলে শিক্ষাভবনের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আটকে দেয় পুলিশ। সচিবালয়ে যেতে না পেরে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে দুপুর ১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য সচিবালয়ে যান তাদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। উপদেষ্টা সচিবালয়ে না থাকায় তার দেখা পাননি। সেখান থেকে ফিরে এসে নতুন কর্মসূচি ঘোষণা দেন তারা।

জানা গেছে, চাকরি ফিরে পাওয়ার দাবিতে হাতে বিভিন্ন ব্যানার নিয়ে তারা আজ আন্দোলন করেন। সেই সঙ্গে নানা ধরনের স্লোগান দেন চাকরিচ্যুত এই পুলিশ সদস্যরা। এ সময় তাদের সঙ্গে পরিবারের সদস্যদেরও অবস্থান নিতে দেখা যায়।

আন্দোলনে অংশ নেওয়া এসআই পদমর্যাদার এক পুলিশ সদস্য বলেন, ‘আমরা তো কোনো অন্যায় করিনি। সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও পুলিশের আলোচিত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার রোশনালে পরে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এখন তো তারা নেই, তাহলে আমাদের কেন চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *