নিজস্ব প্রতিবেদক
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮১ তম জন্মবার্ষিকী এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং তারেক রহমানের পক্ষ থেকে দুই শত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হাউজিং মোড় সপুরা বটতলার মোড়ে ২০০টি শীত বস্ত্র ১৫ নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ করেন শাহ মখদুম থানা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পরাগ ও সাবেক যুগ্ম অব্যয়ক স্বেচ্ছাসেবক দলের রাজশাহী মহানগর বিএনপির মোঃআসিফ হোসেন আকুল সাবেক সহ-সভাপতি আলী হায়দার মিলন সাবেক অব্যাহক কমিটির সদস্য রাজশাহী মহানগর যুবদল টফি দুলাল মেরাজ আরিফ রনি সানজিদ সহ আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন
এ বিষয়ে জানতে চাইলে শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বলেন ও সাবেক সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বলেন, শীতের তীব্রতা বাড়ছে। এই পরিস্থিতিতে অসহায় মানুষের পক্ষে জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষ থেকে সাধ্যমতো এসব অসহায়, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কারণ, বিএনপি গণমানুষের দল, জনগণের জন্যই বিএনপির রাজনীতি।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য সাধারণ সম্পাদক দলের সদস্য সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
