চাঁদার হাত বদল হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি: সারজিস

ঢাকা
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম চাঁদার হাত বদল হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বাধীন হওয়ার পর কেরানীগঞ্জে আমি এই প্রথম এলাম। আমার আরও আগে আসা উচিত ছিল। আমরা আশা করেছিলাম ৫ আগস্টের পর কেরানীগঞ্জে চাঁদাবাজি থাকবে না। কিন্তু আমরা দেখলাম দুর্নীতি, চাঁদাবাজি এখনও চলছে। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের লড়াই চলছে, চলবে।

সারজিস আলম বলেন, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ থেকে ৫ মাস আগে খুনি হাসিনার আমলে কেরানীগঞ্জে যে চাঁদাবাজি চলত এখন তা শুধু হাত বদল হয়েছে। কিন্তু বন্ধ হয়নি। বিগত বছরগুলোতে খুনি হাসিনা মানুষের ওপর যে জুলুম চালিয়েছে। বাংলার মানুষ তা ভুলে যায়নি। হাসিনা যত দিন ক্ষমতায় ছিল দেশের মানুষের ওপর দুঃশাসন-জুলুম করেছে। বিগত সাড়ে ১৫ বছর দুঃশাসন, জুলুমের কষ্ট মানুষ ভুলতে পারবে না।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি, জাবেদ, সাইমন চৌধুরী, অপু, ফেরদৌস, বকুল ও সুমন। আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জ প্রতিনিধি আলামিন মিনহাজ, জুম্মন, ইমরান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *