নিজস্ব সংবাদদাতা
রাজশাহীর দুর্গাপুরের হাট-কানপাড়ায় এবিসি কিন্ডারগার্টেনে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২২ জানুয়ারি) দুপুর ২টায় হাট-কানপাড়া জোবেদা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠানে নতুন বছরের নবীন ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ এবং স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্য ও গান পরিবেশন করে।
হাটকানপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান শিক্ষক ইসমত আরা রুমা।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝালুকা ডিগ্রি কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম, বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন, প্রতিষ্ঠানের জমির মালিক কামরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইসমত আরা রুমা বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এ জন্য শিক্ষক-অভিভাবক সবাইকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমার এই প্রতিষ্ঠানকে আমি ব্যাবসা হিসেবে দেখি না। আমি চাই আমার এই বিদ্যালয় থেকে আপনাদের সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করতে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাটকানপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান, মাওলানা আমজাদ হোসেন, বিএনপি নেতা মানিক শাহ, ব্যবসায়ী ইসমাইল হোসেন, প্রতিষ্ঠানের শিক্ষক মতিউর রহমান, শিক্ষিকা সাবিনা খাতুন, রুকসানা পারভীন সাপলা, রুমানা ডলি, অভিভাবক নাসরিন খাতুন, সুইটি খাতুনসহ অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রী, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।