(স্টাফ রিপোর্টার:- মোঃ নুরুল আলম)
লামায় রিক্সা চালক সমিতির সদস্য জনাব মোঃ আব্দুল সামাদ কে আর্থিক অনুদান প্রদান করলেন সমিতির উপদেষ্টা জনাব মোঃ আইয়ুব আলী কোম্পানী। আবদুল সামাদ শারীরিক ভাবে অসুস্থ, বাড়ি লামা পৌরসভা এলাকার কলিঙ্গাবিল গ্রামে। গত তিন মাস আগে এক সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙ্গে যায়। এ খবর পেয়ে খোঁজ খবর নেন লামা উপজেলা রিক্সা চালক সমবায় সমিতির উপদেষ্টা মোঃ আইয়ুব আলী কোম্পানি। সমাজের অবহেলিত মানুষকে সেবা করায় তার কাজ ,তিনি অসুস্থ আবদুল সামাদকে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দেওয়ার উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় অসুস্থ আবদুল সামাদেকে নগদ অর্থ দিয়ে সহায়তা করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম, পৌর বিএনপি নেতা মোঃ আমির হোসেন, সাংবাদিক মোঃ নুরুল করিম আরমান ও মোঃ জাহেদ হাসান, লামা সাংবাদিক ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তুহিন, সমিতির আহবায়ক মোঃ জালাল, যুগ্ন-আহবায়ক মোঃ বাদশা ও মোঃ রবিউল হোসেন প্রমুখ সমিতির আরো অন্যান্য সদস্যরা ছিলেন। ছিলেন। আর্থিক অনুদান প্রদানের সময় মো. আইয়ুব আলী বলেন, আবদুল সামাদ রিক্সা চালক সমবায় সমিতির এক সদস্য। দূর্ঘটনায় তার যে ক্ষতি হয়েছে, তা পূরণ করা সম্ভব নয়। তবুও দুঃসময়ে এ অর্থ সহযোগিতা প্রদানের উদ্যোগ। ভবিষ্যতেও সমিতির কোন সদস্য অসুস্থ কিংবা বিপদে পড়লে সহযোগিতা করা হবে।
