জয়পুরহাটে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

সুকমল চন্দ্র বর্মন (পিমল)জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটে ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার পিলখানাসহ সারাদেশে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্য ও তাদের পরিবারকে পুনর্বাসন, চাকরিতে পুনঃবহাল এবং জেলবন্দি নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তিসহ ৩ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় শহরের জিরো পয়েন্টে চাকরিচ্যুত বিডিআর, জেলবন্দি বিডিআর পরিবারের সদস্য এবং বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

জয়পুরহাট জজ আদালতের এডভোকেট আব্দুল মোমিন ফকির, জয়পুরহাট বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি হাসিবুল ইসলাম সানজিদ, বিডিআর নায়েব সুবেদার নুরুল ইসলাম, হাবিলদার ও বীর মুক্তিযোদ্ধা আবেদ হোসেন, বন্দি বিডিআর রেজাউল করিমের ছেলে মোঃ নোমান।

বক্তারা স্বাধীন তদন্ত কমিশন গঠন করে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তারা আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এর ফলে নিরপরাধ অনেক বিডিআর সদস্য ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায়, চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল ও তাদের পরিবারের মানবাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *