রাজশাহী নগর ছাত্রশিবিরের সভাপতি শামীম, সেক্রেটারি ইমরান

রাজনীতি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার ২০২৫ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মোহা. শামীম উদ্দীন। আর সেক্রেটারি মনোনীত হয়েছেন ইমরান নাজির।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর একটি মিলনায়তনে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত করা হয়। এ সময় দলটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

ভোটে সভাপতি নির্বাচিত হওয়ার পর শামীম উদ্দীন শপথ গ্রহণ করেন। এরপর সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত তিনি সেক্রেটারি হিসেবে ইমরান নাজিরকে মনোনীত করে নাম ঘোষণা করেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাহবুবুল আহসান বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

এছাড়াও শিবিরের তথ্য-প্রযুক্তি সম্পাদক ইফতেখার মুয়াজ, কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমেদ, মহানগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি সারওয়ার জাহান প্রিন্স, মহানগর ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি সিফাত উল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি আব্দুল মোহাইমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *