জয়পুরহাটের কালাই পরকীয়ার জের ধরে একজনের মৃত্যু

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

সিনিয়র স্টাফ রিপোর্ম শ্রী রাম বাবু বর্মন
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দরপুর ইউনিয়নের বেলগাড়িয়া গ্রামে একটি চাঞ্চল্যকর ঘটনার খবর পাওয়া গেছে গত ৪ জানুয়ারি ২০২৫ তারিখ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আলুর জমিতে কাজ করতে যাওয়ার সময় জাহাঙ্গীর আলম (৪৬) নামে একজন ব্যক্তি তার প্রতিবেশী আইছান নবী (৩৮) এর হাতে প্রাণ হারিয়েছে।

জানা গেছে একই গ্রামের সামিদুল ইসলামের সঙ্গে জাহাঙ্গীরের ছেলে সবুজের স্ত্রী সুফিয়া খাতুন এর পরকীয়া সম্পর্কের গুনঞ্জন রটিয়ে দিয়ে দীর্ঘ দিন ধরে উত্তেজনা চালাচ্ছিল আইছান নবী । এ সম্পর্কে জানাজানি হওয়ার পর আইছান নবী ,সুফিয়া খাতুন কে বিভিন্ন কু প্রস্তাব ও হুমকি দিয়ে আসছিল।

জাহাঙ্গীর আলমের ছেলে সবুজের স্ত্রী সুফিয়া খাতুনের সঙ্গে কথা বললে তিনি সাক্ষাৎকারে বলেন দীর্ঘদিন ধরে আইছান নবী আমাকে বিভিন্নভাবে খারাপ কু প্রস্তাব দিত এবং বলতো মোবাইলে রেকর্ড আছে এমনকি চিঠি ও হুমকি দিয়ে ছিল।

শনিবার সকালে জাহাঙ্গীর ও তার ছেলে সবুজ আলুর জমিতে যাওয়ার পথে আইছান নবী এর সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়।
এ সময় মোস্তফা কসাই নামে একজন তাদের ঝগড়ার মাঝখান থেকে সবুজ কে সরিয়ে নিয়ে যান।
এর পর পরই আইছান নবী সবুজের পিতা জাহাঙ্গীর কে মাটিতে ফেলে এলোপাথাড়ি লাথি মারতে শুরু করেন।
লাথির আঘাতে ঘটনাস্থলে জাহাঙ্গীরের মৃত্যু হয়।

কালাই থানার পুলিশ ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় তদন্ত চলছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *