শুভেচ্ছা বার্তা :
ইংরেজি নববর্ষ উপলক্ষে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) বাসী সহ দেশ – বিদেশের সকল শ্রেণী পেশার জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: নুরুজ্জামান খান মানিক। এ সময় তিনি তাদের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর) মো: নুরুজ্জামান খান মানিক এক শুভেচ্ছা বার্তায় এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সময়ের সঙ্গে আরও একটি বছর পেরিয়ে গেল। নানা ঘটনা-দুর্ঘটনার কালের সাক্ষী হয়ে বছরটি বিদায় নিল। অতীতের সফলতা ও ব্যর্থতার ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ নির্মাণের জন্য এখন দৃপ্ত পায়ে এগিয়ে যেতে হবে। একটি আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণই আমাদের অভিষ্ট্য লক্ষ্য হবে। নতুন বছর অর্জন আর প্রাচুর্যে, সৃষ্টি আর কল্যাণে সমৃদ্ধ হোক। নববর্ষের মূলসুর হলো নতুনের আগমন। নতুন জীবন নতুন আশায় মানুষের মনকে ভরিয়ে রাখে। মানুষকে সোনালি ভবিষ্যতের স্বপ্ন দেখায়।
তিনি আরও বলেন, আমাদের হয়তো আরও কষ্টকর পথ অতিক্রম করতে হবে। প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। রাষ্ট্র ও সমাজে গণতন্ত্রের চর্চা এবং বিকাশ সাধনে আমাদের আরও বেশি তৎপর হতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। নতুন বছরে এই হোক আমাদের অঙ্গীকার। নতুন বছরটি হয়ে উঠুক আনন্দময়, আমি এ কামনা করি। বাংলাদেশ জিন্দাবাদ।