নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকের মৃত্যু, আহত ৩

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেস্ক:
ঘন কুয়াশার কারণে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ছয়টি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. হোসাইন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত এবং ৩ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।

এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর সকাল ১০টার দিকে পুলিশ যান চলাচল স্বাভাবিক হয়। নিহত চালক ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিত্যানন্দ গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে বালুবোঝাই একটি ডাম্প ট্রাক সিংড়ার দিকে যাওয়ার সময় ডালসড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় পাথরবোঝাই ট্রাকের পেছনে আসা আরো চারটি ট্রাক একে অপরের সঙ্গে ধাক্কা লাগলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়।

এ সময় পাথরবোঝাই ট্রাকসহ দুর্ঘটনা কবলিত ট্রাকের ভেতর চালক ও হেলপাররা আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। ট্রাকচালক হুসাইনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের এসআই সাদ্দাম হোসেন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

নাটোর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ‘সড়কের ওপর দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সড়ক বিভাগের রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে ট্রাক চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *