(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)
নাটোরের বড়াইগ্রাম জোনাইল ইউনিয়নে আবুল কাছেদ মোল্লার বাড়ীতে আগুন লেগে ৯ মাসের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু আলিজা হোসাইন (৯মাস) পিতা- মোঃ আলতাব হোসাইন।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক রাত ২ ঘটিকায় জোনাইল ইউনিয়নের শিমুলতলার নিবাসী শাহাদাৎ হোসেন, পিতা- আবুল কাছেদ মোল্লার বাড়ীতে আগুন লাগে এতে টিনশেড বাড়িতে থাকা জিনিসপত্র নিমেষে পুড়ে শেষ হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকার। বাড়ির মালিকর কাছে থেকে জানা যায়,
আমার কারো সাথে কোন শত্রুতা নেই। প্রাথমিক ধারণা করছেন বৈদ্যাতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। আগুন লেগে আমার পরিবার নিঃস্ব হয়ে গেছে অসহায় জীবন যাপন করছি।
#
