হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

প্রযুক্তি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেস্ক :
প্রতিদিন বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। চ্যাট নিরাপত্তা, এইচডি কোয়ালিটি ছবি, ভিডিও আদান-প্রদান করা যায় খুব সহজে। প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নানান ফিচার যুক্ত করছে।

একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করার মতো সুবিধাও রয়েছে প্ল্যাটফর্মটিতে। এ ছাড়া চ্যাট লক, কাস্টম চ্যাটসহ নানান নিরাপত্তা সুবিধা আছে হোয়াটসঅ্যাপে। অনেকেই হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করতে চান।

কিন্তু হোয়াটসঅ্যাপের নিজস্ব কল রেকর্ড ফিচার নেই। তবে থার্ড পার্টি অনেক অ্যাপ আছে যেগুলো দিয়ে খুব সহজে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে পারবেন। যেমন-কিউব এসিআর, জনপ্রিয় এই কল রেকর্ডিং অ্যাপ হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে পারে। শুধু তাই নয়, অন্যান্য প্ল্যাটফর্মেও এর মাধ্যমে কল রেকর্ড করা সম্ভব। এ ছাড়া আরও বেশ কিছু অ্যাপ আছে এমন।

এজন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে কিউব এসিআর, সালেসট্রেইল অথবা এসিআর কল রেকর্ডার কিংবা আপনার পছন্দমতো কল রেকর্ডিং অ্যাপ ডাউনলোড করে নিন।

এবার কল রেকর্ডিং অ্যাপকে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে।

কিছু অ্যাপের ক্ষেত্রে তো ম্যানুয়ালি কল রেকর্ডিং এনাবল করতে হতে পারে।

একবার সেট-আপ হয়ে গেলে ওই অ্যাপ নিজে থেকেই হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে শুরু করে দেবে।

কল শেষ হওয়ার পরে অ্যাপের মধ্যেই রেকর্ড করা কলটি শুনতে পাবেন ব্যবহারকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *