টিকটকারদের জন্য ইনস্টাগ্রামের নতুন সিদ্ধান্ত

প্রযুক্তি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেস্ক :
টিকটক ব্যবহারকারীদের আগ্রহ বাড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইন্সটাগ্রাম। রিলসের দৈর্ঘ্য বা সময় বাড়িয়েছে অ্যাপটি। ব্যবহারকারীরা চাইলে সর্বোচ্চ ৩ মিনিটের রিলস তৈরি করতে পারবেন বলে জানিয়েছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি।

এর আগে টিকটকও ব্যবহারকারীদের তিন মিনিটের দীর্ঘ ভিডিও পোস্ট করার অনুমতি দেয়। এরপরই ইনস্টাগ্রাম এমন ফিচার আনার ঘোষণা করলো।

অ্যাডাম মোসেরি বলেন, ‘কনটেন্ট নির্মাতারা জানিয়েছেন, ৯০ সেকেন্ড যথেষ্ট নয়। আমরা আশা করছি, সময়সীমা বাড়ানোয় ফলে আরও গভীরভাবে গল্প বলার সুযোগ মিলবে।’

শুধু রিলসের সময়সীমাই নয়, ইনস্টাগ্রাম প্রোফাইলেও আনা হয়েছে নতুনত্ব। নতুন নকশার প্রোফাইলে চিরচেনা বর্গাকার গ্রিডের জায়গায় এসেছ আয়তাকার বিন্যাস। মোসেরি জানান, বেশির ভাগ ব্যবহারকারীই উল্লম্ব (ভার্টিক্যাল) ফরম্যাটে কনটেন্ট আপলোড করেন। কিন্তু বর্গাকার গ্রিডে কনটেন্টের বড় অংশ কেটে যায়। নতুন আয়তাকার গ্রিড কনটেন্ট দেখার অভিজ্ঞতা আরও উন্নত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *