দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন স্মার্টফোন

প্রযুক্তি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

বাংলাদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘রেনো ১২ এফ’ মডেলের ফোন আনার ঘোষণা দিয়েছে অপো। ‘রেনো ১২ এফ’ মডেলের ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি শক্তিশালী ইমেজিং প্রযুক্তি থাকায় বিভিন্ন কাজ দ্রুত করার পাশাপাশি সহজেই ছবি সম্পাদনা করা যায়। গতকাল বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে ফোনটি প্রদর্শন করা হয়। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেনো ১২ এফ মডেলের ফোনটিতে এআই ইরেজার, এআই ম্যাজিক স্টুডিও, এআই ম্যাপিংসহ বেশ কিছু সুবিধা থাকায় স্বয়ংক্রিয়ভাবে ছবিতে থাকা অবাঞ্ছিত ব্যক্তিদের মুছে ফেলার পাশাপাশি কারও চোখ বন্ধ থাকলে তা সম্পাদনা করে ঠিক করা যায়। এআই প্রযুক্তি কাজে লাগিয়ে চাইলে গ্রুপ ছবিতে যেকোনো ব্যক্তির নতুন ছবিও যুক্ত করা সম্ভব।

অপোর তৈরি এআই ডেটা ট্রান্সমিশন প্রযুক্তিসুবিধা থাকায় নেটওয়ার্ক দুর্বল থাকলেও স্বচ্ছন্দে কথা বলা যায় ফোনটিতে। ফলে লিফট, শপিং মলসহ বিভিন্ন স্থানে দুর্বল মোবাইল নেটওয়ার্ক থাকলেও নিরবচ্ছিন্ন কথা বলার পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা সম্ভব।

৬ দশমিক ৬৭ ইঞ্চি পর্দার ফোনটির পেছনে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। ৮ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ৩৪ হাজার ৯৯০ টাকা। ১৭ জুলাই পর্যন্ত ফোনটির অগ্রিম ফরমাশ করা যাবে। অগ্রিম ফরমাশ করা ক্রেতাদের জন্য রয়েছে লটারির মাধ্যমে উপহার পাওয়ার সুযোগ।

অপো বাংলাদেশের অনুমোদিত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং জানিয়েছেন, ‘অপো রেনো ১২ সিরিজ নিয়ে আসার মাধ্যমে আমরা বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের এআইয়ের প্রযুক্তির সুবিধা ব্যবহারের সুযোগ করে দিতে চাই।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *