উদ্ধারকৃত ৩৩টি মোবাইল ফোন হস্তান্তর করলেন রাজশাহীর পুলিশ সুপার

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ৩৩টি মোবাইল ফোন হস্তান্তর করা হয়েছে। রাজশাহীর পুলিশ সুপার মো: আনিসুজ্জামান তাঁর কার্যালয়ে প্রকৃত মালিকের নিকট মোবাইলগুলো ফিরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মো: আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম-সহ জেলার ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

এসময় পুলিশ সুপার মো: আনিসুজ্জামান বলেন, আমরা প্রতিনিয়ত মোবাইল ফোন উদ্ধার করি। এ কাজের জন্য আমার কার্যালয়ের আইসটি শাখায় একটি ডেডিকেটেড টিম রয়েছে। তা ছাড়া রাজশাহী জেলার ৮ টি থানাও মোবাইল ফোন উদ্ধার করে। তিনি আরও বলেন, হারিয়ে যাওয়া কোনো কিছু প্রকৃত মালিকের নিকট পুনরায় ফিরিয়ে দেওয়া অনেক আনন্দের।

হারানো ফোন পুনরায় ফিরে পেয়ে প্রকৃত মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের প্রশংসা করেন। তারা আশা করেন রাজশাহী জেলা পুলিশ এভাবে সাধারণ মানুষের পাশে থেকে সেবা প্রদান করে যাবে।

উল্লেখ্য, মোবাইল ফোন হারানো ব্যক্তিগণ সংক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময় রাজশাহী জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে রাজশাহী জেলার আইসিটি শাখার এএসআই(নিরস্ত্র) মো: জাহাঙ্গীর আলম গতকাল পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের ৩৩ টি মোবাইল ফোন উদ্ধার করেন। এর মধ্যে ভিভো ব্র্যান্ডের ৫ টি, অপ্পো ৪ টি, স্যামসাং ১০ টি, নকিয়া ১ টি, শাওমি ৭ টি, সিম্ফনি ১টি, রিয়েলমি ৩ টি, ইনফিনিক্স ১ টি ও ওয়ালটন ১ টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *