মোঃ ইউনুস রাজশাহী থেকে
দুপুরের দিকে দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেট-আপ সম্পন্ন হয়।
জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির জেলা সেক্রেটারি নির্বাচিত হন মো: গোলাম মুর্তজা। এছাড়া জেলা নায়েবে আমির হন মাওলানা আব্দুল খালেক ও মো: মাইনুল হোসেন। পরে জেলা সেক্রেটারি ও নায়েবে আমিরদ্বয় শপথ গ্রহণ করেন। এরপর নবনির্বাচিত জেলা কর্মপরিষদ সদস্য, সরাসরি রোকনদের ভোটে নির্বাচিত বিভিন্ন উপজেলার আমিরগণসহ নির্বাচিত বিভিন্ন পদের দায়িত্বশীলদের শপথ পাঠ করান নবনির্বাচিত রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক। জেলার সহকারী সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন আবুল হাসান, অধ্যক্ষ নাজমুল হক, অধ্যাপক কামরুজ্জামান ও নুরুজ্জামান লিটন।
অনুষ্ঠানে জামায়াতের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, রাজশাহী অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম ও রেজাউর রহমান উপস্থিত ছিলেন